আধুনিকায়নের চার বছর পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আর চালু থাকবে না জনপ্রিয় এ প্রেক্ষাগৃহ। বৃহস্পতিবার রাতে মধুবন সিনেপ্লেক্সের সত্ত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মধুবন সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে শাবানা-ওয়াসিম অভিনীত ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর সিনেমা দিয়ে যাত্রা শুরু করে মধুবন। তখন হলটির ধারণ ক্ষমতা ছিল ১০০০। মধুবনের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রিটিশ আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ এম ইউনূস। বাবার সঙ্গে সিনেমা হলের ব্যবসা দেখাশোনা করতেন ছেলে আর এম ইউনূস রুবেল। তিনিই মধুবন হলটিকে সিনেপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নেন। পরে ২০২১ সালে ১৫ অক্টোবর নতুন করে রূপান্তরের প্রথম শো চালু করা হয়। মধুবন সিনেপ্লেক্সে আসন সংখ্যা ছিল ৩৩৬টি। আধুনিকায়নের পর এ হলেই রমরমা ব্যবসা করেছিল জনপ্রিয় সিনেমা পরাণ, হাওয়া, প্রিয়তমা, তুফান...