বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আধুনিকায়নের চার বছর পর স্থায়ীভাবে জনপ্রিয় এ প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেল।মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মধুবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছি। মাসের পর মাস লোকসান খাচ্ছি। আজই শেষ দিন। এই সপ্তাহে ‘নন্দিনী’ সিনেমাটি চালাচ্ছিলাম, কিন্তু দর্শক পাইনি। ছবি চালানোর খরচই ওঠে না। সিনেমা হল ভেঙে ওখানে কী বানাব এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি।তিনি আরও বলেন, সবশেষে তাণ্ডবের পর আর কোনো ব্যবসা সফল সিনেমা আসেনি৷ অনেক সিনেমা হলে এসেছে, কিন্তু কোনো দর্শক সাড়া ফেলতে পারেনি। আমরা আর লোকসানে সিনেপ্লেক্স চালাতে পারছি না৷ আমাদের বিদ্যুৎ বিল বাকি, কর্মচারীদের বেতন নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। এভাবে আর চালানো সম্ভব না।বন্ধ হচ্ছে ৪২ বছর আগের ‘মণিহার’, নেপথ্যে যত কারণইউনূস বলেন, আমাদের...