জনগণের ওপরে ‘দলীয় এজেন্ডা’চাপিয়ে পার পাওয়া যাবে না’বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি নিয়ে আন্দোলনরত দলগুলোর প্রতি তিনি এই হুঁশিয়ারি দেন। ডা. জাহিদ বলেন, দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছেন… উদ্দেশ্যটা কী? দেশের মধ্যে একধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আপনারা (আলোচনা সভায়) এখানে বসে নির্বাচনের জন্য সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসেছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, সরাসরি ভোট হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমি তাদেরও বলি, আসেন জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করে, আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের...