মুখোমুখি চতুর্থ বলে মিচেল পেরিকে ছক্কায় ওড়ালেন ম্যাথু ওয়েড। এরপর যেন খোলসে ঢুকে পড়লেন তিনি। পরের ২০ বলে মারতে পারলেন না কোনো বাউন্ডারি। পরে গা ঝাড়া দিয়ে, প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। খুনে ব্যাটিংয়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ওয়ানডে কাপে শুক্রবার ব্যাট হাতে ঝড় তুলে ১০৫ রান করেন ওয়েড। ভিক্টোরিয়ার বিপক্ষে ৬৮ বলের বিস্ফোরক ইনিংসটি ৬টি ছক্কা ও ৮টি চারে সাজান তাসমানিয়ার কিপার-ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি ওয়েডের দশম সেঞ্চুরি। পেশাদার ক্যারিয়ারে ২০২৩ সালের অক্টোবরের পর পেলেন তিনি প্রথম শতকের স্বাদ। তার আগের ইনিংসটিও ছিলে ১০৫ রানের, সেটিও এই ওয়ানডে কাপেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়েড। পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। তবে সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় এখনও খেলা...