ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসে দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মার্কাস র্যাশফোর্ড। কাতালুনিয়ার ক্লাবটির জার্সি গায়ে টুর্নামেন্টটিতে প্রথম ম্যাচে জোড়া গোল করে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন ইংলিশ ফরোয়ার্ড। শৈশব থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক তিনি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতেই তার বেড়ে ওঠা। আট বছর বয়সে যোগ দেন রেকর্ড প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী ক্লাবটির একাডেমিতে। ২০১৬ সালে যোগ দেন মূল দলে। সেই থেকে ইউনাইটেডই ছিল তার ঠিকানা। তবে গত নভেম্বরে কোচ হুবেন অ্যামুরি ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর সেখানে ব্রাত্য হয়ে পড়েন র্যাশফোর্ড। গত ফেব্রুয়ারিতে মৌসুমের বাকি সময়ের জন্য তিনি ধারে যোগ দেন অ্যাস্টন ভিলায়। এরপর জুলাইয়ে ধারের চুক্তিতেই বার্সেলোনায় এসে নতুন অধ্যায় শুরু করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন এই ক্লাবের হয়েই ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছেন তিনি। সেই লক্ষ্যের...