ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি নিয়ে এবার আগ্রহ ছিল তুঙ্গে। প্রথম আসরের সাফল্যের পর এবার ভেন্যুতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজশাহী ও বগুড়ার ক্রিকেটপ্রেমীরা এবার নিজেদের আঙ্গিনায় এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু সে আনন্দে বাগড়া দেয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয় আয়োজকদের। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ফের মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। আরও পড়ুনআরও পড়ুনবোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ খান, এরপর যা হলো এর আগে গেল ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয়েছিল। সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। পরে ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়। একই দিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটিও পরিত্যক্ত হয়।...