১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম 'বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি' এ উপলব্ধিকে ধারণ করে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে কৃতি ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেজ্ঞ ডা.সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফয়সাল মাহমুদ ও যাইর যুবাইর। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম, এস.এস.সি ৮৮ ব্যাচের ডা.ওয়ালিউর রহমান নয়ন, শামস্ গোলাম হোসেন...