না খেয়ে থাকার ১৭তম দিনে গুইডো রাইখস্ট্যাডটার বললেন, তিনি মোটামুটি ঠিকই আছেন, কেবল একটু ধীরে চলছেন। তবে ঠিক আছেন। ২ সেপ্টেম্বর থেকে স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত এআই স্টার্টআপ ‘অ্যানথ্রপিক’-এর প্রধান কার্যালয়ের বাইরে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন রাইখস্ট্যাডটার। তার চকবোর্ডে লেখা রয়েছে, ‘হাঙ্গার স্ট্রাইক: ডে ১৫’। তবে তিনি আসলে ৩১ অগাস্ট থেকে খাওয়া বন্ধ করেছেন। সেই বোর্ডে অ্যানথ্রপিকের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআইয়ের প্রতিযোগিতা বন্ধ করতে হবে”। এজিআই এমন এক এআই সিস্টেম, যা মানুষের বুদ্ধিমত্তার সমান বা তার চেয়েও বেশি। বর্তমানে প্রযুক্তি কোম্পানির প্রধানদের মধ্যে জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে এজিআই। বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট ছোট স্টার্টআপ পর্যন্ত সবাই এ বিতর্কিত মাইলফলকটিতে প্রথমে পৌঁছতে চাইছে। তবে রাইখস্ট্যাডটারের চোখে, বিষয়টি এক অস্তিত্বগত ঝুঁকির...