এশিয়া কাপের ম্যাচ চলাকালীন মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লাগের বাবা সুরঙ্গা ওয়েল্লাগে। খেলা শেষে টিম ম্যানেজারের কাছে বাবার মৃত্যু সংবাদ শোনেন ওয়েল্লাগে। সঙ্গে ছিলেন হেড কোচ সনাৎ জয়সুরিয়াও। ২২ বর্ষী স্বদেশি তারকার বেদনায় সমব্যথী লঙ্কান কিংবদন্তি-কোচ দিয়েছেন আবেগঘন বার্তা। ওয়েল্লাগের বাবার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়সুরিয়া লিখেছেন, ‘সুরঙ্গা ওয়েল্লাগের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন বাবা, একজন ক্রিকেটার এবং এমন একজন মানুষ যিনি ছেলেকে লালনপালন করেছেন যার জন্য সমগ্র জাতি গর্বিত।’ ‘দুনিথ, তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন এবং তিনি এমন ছেলেকে লালনপালন করেছেন যার জন্য তিনি সত্যিই গর্বিত হতে পারেন। তার মূল্যবোধ, খেলার প্রতি ভালোবাসা এবং চেতনা তোমার মধ্য দিয়ে বেঁচে থাকবে। জানি তুমি কতটা শক্তিশালী, এবং আমার কোন সন্দেহ নেই যে তুমি শ্রীলঙ্কার হয়ে...