নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতির (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়।আরো পড়ুন:‘ভোটারদের আস্থা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব’যুক্তরাষ্ট্রের সেনা পরিচয়ে প্রতারণা, হাকিমপুর পৌর যুবদল নেতা বহিষ্কার যুক্তরাষ্ট্রের সেনা পরিচয়ে প্রতারণা, হাকিমপুর পৌর যুবদল নেতা বহিষ্কার কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই ও উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন। এতে পরিষদের কাজে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ...