হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে ফিরছে। আর দায়িত্ব শেষ করে বিমানবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।জানা গেছে, গত বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এপিবিএন আবারও বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নেবে। একই সঙ্গে বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব শেষ হওয়ার পর নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ এক রাতে প্রায় হাজার আনসার সদস্য দায়িত্ব ছেড়ে চলে গেলে সেখানে অস্থায়ীভাবে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।...