প্রতিশোধের আগুনে জ্বলছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের গত আসরে দর্শক উচ্ছৃঙ্খলায় দলটি হেরেছিল বসুন্ধরা কিংসের কাছে। এবার মোহােমেডানের লক্ষ্য ছিল, সেই হারের প্রতিশোধ নিয়ে নিজেদের ঘরে না থাকা এই ট্রফিটি যোগ করার। ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর মোহামেডানের সামনে দারুণ সুযোগ এসেছিল ৬৩ মিনিটে, যখন প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়। তাতে কী? কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংস বুঝিয়ে দিয়েছে, কখনো কখনো খেলোয়াড়ের সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খেলোয়ায়াড়দের কোয়ালিটি। তাই ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিংস গুনেগুনে ৩ গোল দিয়েছে মোহামেডানের জালে। শেষ ১৮ মিনিটে তিনটি গোল করে মোহামেডানকে ম্যাচ থেকে ছিটকে দেয় কিংস। ৪-১ গোলে ম্যাচ জিতে মৌসুম সূচক টুর্নামেন্টের ট্রফি ধরে রাখে তারা। ৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান...