নিহত ইমদাদ হোসেন (৪৭) ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে, তিনি একজন পানের দোকানদার। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) হিমেল রায় জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মো. আরকানে বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানে সঙ্গে যুবক ইমদাদ হোসেনের কথা-কাটাকাটি হয়। এরপরে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে পানের দোকানে উদ্দেশ্যে বাজারের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে প্রথমে কুপিয়ে আহত করে। এরপর উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কে ফেলে তার গলা কাটে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শুক্রবার...