চাঁদে যাওয়ার সুযোগ না মিললেও এখন যে কেউ তার নাম চাঁদে পাঠাতে পারবে। এ জন্য কোনো অর্থ খরচ করতে হবে না। আগ্রহী ব্যক্তিদের নাম নিয়ে চাঁদে যাবে ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী। প্রায় পাঁচ দশক পর চাঁদে প্রথম মানববাহী অভিযান পরিচালনা করতে যাচ্ছে নাসা। সেই অভিযানে বিশ্ববাসীকে প্রতীকী অংশগ্রহণের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নাসার তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চাঁদে পাঠানো হবে। এই অভিযানে চার নভোচারীর সঙ্গে লাখ লাখ মানুষের নাম সংবলিত একটি মেমোরি কার্ড চাঁদে পাঠানো হবে। এ উদ্যোগের মাধ্যমে যেকোনো দেশ ও যেকোনো বয়সের মানুষ নাসার চন্দ্রাভিযানের অংশ হতে পারবে। অনলাইনে জমা দেওয়া নাম একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করা হবে। সেটি ওরিয়ন মহাকাশযানে করে চাঁদে পাঠানো হবে। মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার...