চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম পঞ্চাশ গোলের রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। ৪৯ ম্যাচে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। সিটি কোচ গার্দিওলা বলছেন, হালান্ড চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির গোলসংখ্যা ছাড়িয়ে যাবেন। ইউরোপসেরার মঞ্চে ৬২ ম্যাচে ৫০ গোল করেছিলেন ডাচ সাবেক রুদ ফন নিস্টলরয়। নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড ছাড়িয়ে গেছেন তাকে। মহাতারকা মেসির ৫০ গোলের জন্য খেলতে হয়েছিল ৬৬ ম্যাচ। গার্দিওলা বলেছেন, ‘বলার ভাষা হারিয়ে ফেলেছি। পরিসংখ্যান হালান্ডের কথাই বলছে। গোলের দিক থেকে সে রুদ ফন নিস্টলরয়, রবার্ট লেভান্ডোভস্কি, বিশেষ করে দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির পাশেই রয়েছে হালান্ড। ১৫-২০ বছর ধরে তারা যা করেছেন গোলের দিক থেকে হালান্ড সেখানেই।’ ‘হালান্ড ঠিক ছন্দ ধরে রাখতে...