গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মার্কো’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিল মালয়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। সিনেমাটির সিক্যুয়েল ‘লর্ড মার্কো’ আসছে এমন খবর এসেছে গণমাধ্যমে।তবে সেই সিক্যুয়েলে থাকছেন না উন্নি মুকুন্দন। পরিচালক হানিফ আদেনি ও প্রযোজক শরীফ মুহম্মদ তাঁদের নতুন সিনেমার কাজ শুরু করেছেন, তবে উন্নি মুকুন্দনের নাম নেই। তবে নির্মাতারা এখনও স্পষ্টভাবে ঘোষণা করেননি যে ‘লর্ড মার্কো’ আসলেই ‘মার্কো’ এর সিক্যুয়েল কি না। প্রযোজকদের সঙ্গে মতবিরোধের কারণে উন্নি মুকুন্দন সিক্যুয়েল থেকে সরে গেছেন। নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, “দুঃখিত, আমি মার্কো সিরিজের পরিকল্পনা বাতিল করেছি। প্রকল্পের চারপাশে অনেক নেতিবাচকতা রয়েছে। আমি চেষ্টা করব কিছু বড় ও ভালো নিয়ে আসতে।” এরপর গুজব ছড়িয়ে পড়ে ‘কে.জি.এফ’ খ্যাত তারকা ইয়াশকে দেখা যাবে ‘লর্ড মার্কো’ সিনেমাতে। তবে ইয়াশের টিম স্পষ্টভাবে জানিয়েছে, তিনি এই সিনেমাতে অভিনয় করছেন না...