১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম আমি আমার ছেলের লাশ ফেরৎ চাই। বুক চাপরে আহাজারি করতে করতে এভাবেই আকুতি করেছিলেন ইরাক প্রবাসী নিহত আজাদ খান (৪৭) এর অসহায় মা। নিহত আজাদ খান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে। মাত্র তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাক গিয়ে তিনি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। নিহতের পরিবার ও অন্যান্য সূত্রে জানা গেছে, ৩ মাসে আগে আজাদ ধানদেনা করে ইরাক যান। এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে সে নিখোঁজ হয়। এর মধ্যে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করে ৩ টুকরো...