বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে। যা জাতিকে ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গারো সম্প্রদায়ের মাহারী (গোত্র) ভিত্তিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় এমন কথা বলেন। এ সময় তিনি গারো সম্প্রদায়সহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণের প্রতি বিএনপির পাশে থেকে নিজ ঐতিহ্যকে ধারণ করে আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের পদযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে শামিল হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র নির্বিশেষে অমরা সবাই বাংলাদেশি। একাধিক ধর্ম, ভাষা, সংস্কৃতির এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী সরকার শুধুমাত্র বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রীক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে অন্যান্য ভাষা, সংস্কৃতি এবং...