গাজীপুরের মৌচাকে শুরু হয়েছে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্কাউটদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় এ জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের আহ্বায়ক ও সড়ক পরিবহণবিষয়ক সিনিয়র সচিব মো. এহসানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি আসিফ-উল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাম্বুরিতে অংশগ্রহণকারী ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউট ছেলে-মেয়েরা আগামী তিন দিন জাম্বুরি এলাকায় তাঁবুতে বসবাস করবে এবং কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে আইসিটিবিষয়ক জ্ঞান অর্জন করবে। এতে তারা তাদের মধ্যে থাকা উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ পাবে। তিন দিনব্যাপী আয়োজিত জাম্বুরি কর্মসূচির মধ্যে...