শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অস্ট) ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৫’। মেলায় ৪০টির বেশি দেশি-বিদেশি কোম্পানি অংশগ্রহণ করে। যা চাকরিপ্রত্যাশীদের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি, প্রকৌশল, ফাস্ট-মুভিং কনজিউমার গুডস এবং টেক্সটাইল খাতের কোম্পানি উল্লেখযোগ্য। দিনভর আড়াই হাজারের বেশি শিক্ষার্থী ও স্নাতক ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা তাদের সিভি জমা দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। অনেকেই ফুল-টাইম, পার্ট-টাইম চাকরি এবং ইন্টার্নশিপের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনটি বড় কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজনের অন্যতম সহযোগী শি-স্টেমের তত্ত্বাবধানে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয়। যা নারীর ক্ষমতায়নে আয়োজকদের প্রতিশ্রুতির...