সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ‘ইয়া আলী’ গান খ্যাত ভারতীয় শিল্পী জুবিন গর্গ। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আজ (১৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটেছে। তার বয়স হয়েছিল ৫২ বছর। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত এ গায়ক। আজই পারফর্ম করার কথা ছিল তার। একটি সূত্রে জানা গেছে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিল্পীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে শোবিজ অঙ্গন। দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় সংগীতপরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন:যেখানে ঘুমিয়ে আছেন সালমান শাহসালমানের নায়িকা হয়ে এসেছিলেন, সফল হয়েও হারিয়ে গেলেন পপি গত মে মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন জুবিন। তখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।...