হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, নখ কাটা— এসব বিষয়ে অনেক শিশুই খুব অনীহা দেখায়। ছোটবেলায় এসব শেখানো না গেলে, বড় হয়ে তা ব্যক্তিত্ব ও স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।কি করবেন?– এই কাজগুলোকে খেলা বা মজার মাধ্যমে শেখান– তার প্রিয় কার্টুন বা গল্পে যুক্ত করুন স্বাস্থ্যবিধির বিষয়– প্রতিদিন রুটিন করে দিন— ‘ঘুমানোর আগে ব্রাশ, স্কুল থেকে এসে হাত ধোও’আরও পড়ুন :শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোনআরও পড়ুন :আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারেছোটখাটো অভ্যাসই শিশুকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে তোলে।মা-বাবার জন্য কিছু সহজ পরামর্শ- শিশুর বদভ্যাসের পেছনের কারণ বুঝুন- নেতিবাচক ভাষা নয়, ব্যবহার করুন উৎসাহমূলক কথা- নিজেও যা শেখাতে চান, সেটার চর্চা করুন— কারণ শিশুরা শোনার চেয়ে দেখে শেখে বেশিতথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া কি করবেন?–...