চট্টগ্রাম:কর্ণফুলীতে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)।তিনি ওই এলাকার বাসিন্দা। আহত ব্যবসায়ী জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি মোবাইল ব্যাংকিং লেনদেনও করা হয়। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে পেছনে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে...