‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউজে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এবারই প্রথম নয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। তবে প্রথমবার বিজয়ী হওয়ার পর মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে যাননি এই অভিনেত্রী। তবে আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।আরো পড়ুন:সংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন‘আমার অর্ধেক বয়সি পুরুষ আমাকে ডেটে নিয়ে যেতে চায়’ অনুভূতি ব্যক্ত করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব।” মায়ের...