১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তাভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। তিনি আরও বলেন, দেশকে নির্বাচনের পথে নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যাবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধীদলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো...