নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়—মায়ের মৃত্যু নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য দিয়েছেন। আলাপে অপু জানান, সেই ভোরের কথা আজও ভুলতে পারেন না। সাড়ে ৪টায় আইসিইউ থেকে ফোন আসে—যেখানে সাধারণত ফোন ধরতেন না তিনি। কিন্তু সেদিন ভেতর থেকে এক অজানা অনুভূতি তাকে ফোন ধরতে বাধ্য করে। ফোনের ওপাশ থেকে জানানো হয়, তার মা শেফালি বিশ্বাস আর নেই, লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। এই খবর শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অপু বিশ্বাস বলেন, “আমার মা যদি বেঁচে থাকতেন, আমি তাকে রানির মতো করে রাখতাম। তার জন্য পৃথিবীর সব সুখ এনে দিতাম।”মা হারানোর পর শুধু অপু নয়, তার ছেলে জয়-ও মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ, জয় তার নানীর সঙ্গে সময় কাটাত, খেলত, আর প্রচণ্ড ভালোবাসত। সাক্ষাৎকারে অপু...