জয় দিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। শুরু করেছিল বাংলাদেশ। মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ছে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অথচ খেলায় বাংলাদেশ শুরুর দিকে ১-০ গোলে পিছিয়ে ছিল। তবে হাল ছাড়েননি খোকন মোল্লারা। প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নেয়। স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়। প্রথম সেটে ভারতের কাছে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জিতে ১-১ সমতা...