নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআনে একাধিক সূরায় একাধিক আয়াতে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল বর্ণনা করা হয়েছে। সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, "তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশের ওপর সমাসীন হন। তিনি পরম করুণাময়। সুতরাং, এ বিষয়ে তোমরা তাকেই জিজ্ঞেস করো যে সম্যক অবগত।" [সূরা ফুরকান, ২৫: ৫৯] এছাড়াও সূরা আরাফ, সূরা হাদিদ এবং সূরা হুদ-এও একই কথা বর্ণনা করা হয়েছে যে, সাত আসমান, সাত জমিন এবং এ দু'য়ের মাঝখানে যা কিছু আছে, সবকিছু আল্লাহ তায়ালা ছয় সময়কালে সৃষ্টি করেছেন। তবে সবকিছু তিনি একসাথে সৃষ্টি করেননি, বরং ধাপে ধাপে সৃষ্টি করেছেন। সহীহ মুসলিমের একটি হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: জুমুআর দিনে (আসরের থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী...