ম্যানচেস্টার ইউনাইটেডে এক দশকের ক্যারিয়ারে শেষদিকে এসে হঠাৎ করেই ব্রাত্য হয়ে পড়া মার্কাস র্যাশফোর্ড বার্সেলোনার জার্সিতে যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে স্তুতির জোয়ারে ভাসছেন ইংলিশ ফরোয়ার্ড। তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও। তবে এই জার্মান কোচের মতে, র্যাশফোর্ডের সামনে এখনও অনেকটা পথ বাকি। সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই হয়েছে। পজেশন রাখায় ও গোলের জন্য শট নেওয়ায় বার্সেলোনা এগিয়ে থাকলেও, শেষ বাঁশির আগ পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা কাটেনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নতুন আসর শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৫৮তম মিনিটে হেডে ডেডলক ভেঙে দলকে এগিয়ে নেওয়ার ৯ মিনিট পর, ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন র্যাশফোর্ড। নির্ধারিত...