সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, অ্যাপল স্টোরের বাইরে অতিরিক্ত ভিড়ের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি একসঙ্গে আটকে আছেন, প্রত্যেকে একে অপরকে চড় মারছে এবং আঘাত করছে। ভিডিওটিতে, নিরাপত্তা কর্মীদের লাল শার্ট পরা এক ব্যক্তিকে সংঘর্ষের মধ্য থেকে টেনে বের করে আনতে দেখা যায়, যিনি অন্য একজনকে মারধরের চেষ্টা করছিলেন বলে জানা যায়। অ্যাপল ভারতজুড়ে তার নতুন লঞ্চ হওয়া আইফোন ১৭ সিরিজের মোবাইল বিক্রি শুরু করেছে, যার ফলে মুম্বাই এবং দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোর বাইরে প্রচুর ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে। কিছু ক্রেতা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, নিরাপত্তার অভাবের কারণেই মুম্বাইয়ে মারামারির এই ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে আসা সম্ভাব্য ক্রেতা মোহন যাদব বলেন, তিনি ভোর ৫টা থেকে অপেক্ষা করছিলেন। কিন্তু অনেকেই লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে প্রবেশপথে...