বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তাভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যাবে।আরও পড়ুনআরও পড়ুনএখনো দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ড. ইফতেখার ‘দেশে সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো না’ মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক...