বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, শৃঙ্খলা কমিটি ও সাংবাদিক সংগঠন গবিসাসের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন বলেন, “তফসিল অনুযায়ী ১৩টি ধাপের মধ্যে ১১টি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার ধাপ বাকি। ভোটের দিনে পুলিশ, র্যাব, আনসার ও এনএসআই থেকে মোট ৩৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। এছাড়া কুইক রেসপন্স টিমও থাকবে মাঠে।” প্রধান রিটার্নিং অফিসার জানান, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোট ১৯টি কেন্দ্রে। প্রতিটি বিভাগভিত্তিকভাবে আলাদা কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন একজন প্রিজাইডিং অফিসার ও চারজন পোলিং অফিসার। এর মধ্যে...