বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও অভিনেতা হৃতিক রোশান। ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই জুটির। হৃতিকের বাবা রাকেশ রোশান পরিচালিত এই সিনেমা ২০০০ সালের ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হৃতিক-আমিশার এই সিনেমা দেশ ও দেশের বাইরে ঝড় তুলেছিল। আমিশার অভিনয় ক্যারিয়ার যতটা সাড়া জাগানোভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে ততটা ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত জীবনেও অগোছালো পঞ্চাশের আমিশা। কারণ এখনো অবিবাহিত এই অভিনেত্রী। তবে এখনো প্রেমের প্রস্তাব পান বলে দাবি করেছেন এই অভিনেত্রী।আরো পড়ুন:অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আমিশা। এ আলাপচারিতায় প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। আমিশা প্যাটেল বলেন, “যারা আপনাকে...