শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুর ঘটনায় ক্রিকেট দুনিয়া শোকাহত। এর মাঝে গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে, আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবির কাছে ছেলেকে বেদম পিটুনি খাওয়া দেখেই নাকি দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা যান! প্রকৃতপক্ষে এটা সঠিক খবর নয়। গতকাল এশিয়া কাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। আফগানদের ইনিংসের শেষ ওভারে ভেল্লালাগেকে ৫টি ছক্কা মারেন মোহাম্মদ নবি। ওই ওভার থেকে আসে ৩১ রান। গুজব রটে যে, ছেলেকে ছক্কা হজম করতে দেখেই নাকি সুরঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত হন। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমেও এ ধরনের সংবাদ প্রকাশ করতে দেখা গেছে। শ্রীলঙ্কান গণমাধ্যম জানিয়েছে, টিভিতে ছেলের খেলা দেখছিলেন সুরঙ্গা ভেল্লালাগে। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ...