জিমি কিমেলকে ঘিরে চলমান বিতর্কে নিজেদের অবস্থান ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে হ্যাকিং দল অ্যানোনিমাস। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রচারক চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর ডিজনি মালিকানাধীন এবিসি নিউজ বুধবার সন্ধ্যায় এই টক শো ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দেয়। কিমেলকে বরখাস্তের পরই হ্যাকিং দলটি একটি বিবৃতি প্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ইউনিল্যাড টেক। এরইমধ্যে কমেডিয়ান কমেডিয়ান কিমেলকে নিজের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ!’ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দাবানলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিতর্ক শুরু হয় ১০ সেপ্টেম্বর ‘ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি’তে জনতার সামনে বক্তব্য দেওয়ার সময় কার্ক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর। এ হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার হয়েছে ২২ বছর বয়সী টাইলার রবিনসন। পাশাপাশি তার সঙ্গে জড়িত এক ‘ডিসকর্ড’ গ্রুপ চ্যাটিং নিয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের...