নিজস্ব প্রতিবেদক: খুশকি এমন এক সমস্যা, যা নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের মধ্যেই দেখা যায়। ঋতুভেদে এর প্রকোপ কখনো কমে, কখনো বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, খুশকির পেছনে বেশ কয়েকটি নির্দিষ্ট কারণ কাজ করে এবং নিয়ম মেনে চুল ও মাথার ত্বকের যত্ন নিলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খুশকির অন্যতম প্রধান কারণ হলো মাথার তালু (স্ক্যাল্প) ও চুল অপরিষ্কার থাকা। ধুলাবালি, ঘাম ও ত্বকের মৃত কোষ জমে গেলে সেখান থেকে খুশকি তৈরি হয়। তাই নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তৈলাক্ত বা খুব শুষ্ক স্ক্যাল্প এ দুইটি অবস্থাই খুশকির জন্য দায়ী হতে পারে। যাদের স্ক্যাল্পে অতিরিক্ত সিবাম (তেল জাতীয় নিঃসরণ) তৈরি হয়, তাদের মধ্যে খুশকির প্রবণতা বেশি দেখা যায়। আবার যাদের মাথার ত্বক অত্যন্ত রুক্ষ, তাদের ক্ষেত্রেও খুশকি দেখা দিতে...