আফগানিস্তান সফরে তালবান সরকারে শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আবদুল মানান ওমারির সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের আমির মামুনুল হকের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধি দল। মোল্লা আবদুল মানান ওমারি হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই। তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর। তিনি ১৯৯৬ সালে গঠিত তালেবান সরকারের প্রধানও ছিলেন। বৃহস্পতিবার রাতে আফগানিস্তান থেকে ফেইসবুকে লাইভে আসেন মামুনুল হক। কাবুলে মোল্লা আবদুল মানান ওমারির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করার কথা তিনি বলেন। বৈঠকে ‘যথাযথ কূটনৈতিক’ সম্পর্কের মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে আলোচনা হয়েছে জানিয়ে মামুনুল বলেন, চিকিৎসা, শ্রম বাজার ও বাণিজ্যিক ক্ষেত্রে আমদানির-রপ্তানির জন্য আফগানিস্তান হতে পারে ‘একটি সম্ভাবনাময় দেশ’। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চিকিৎসা খাতে বাংলাদেশ ‘জনশক্তি রপ্তানি করতে পারে’ বলে তিনি মত দেন। এছাড়া গাজায়...