তখনো স্বপ্ন ছিল ক্ষুধার চেয়ে বড়তপ্ত দুপুরে পুড়েছিলে তুমি, আমার ছিল ঝোড়ো বিকেলের ভার।কাঁটা পাহাড়ের ক্ষতচিহ্ন— আজ ছিন্নভিন্ন রেখাতে বিলীন। ভাঙা চৌকাঠের ছায়া ফুঁড়ে যখন রোদ এলো ঘরে,ততদিনে তুমি হারিয়ে গেছ আরও উজ্জ্বল কোনো আলোর সন্ধানে।জ্যামিতির খাতায় মেলে না আমাদের কোণ, যেখানে শুধুই গাণিতিক ভুল... উঁচু ভবনের মাথায় দুলছে তোমার...