দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে বাজিমাত করেছে বাংলাদেশ দল। প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়। বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের...