‘মিডলাইফ ক্রাইসিস’ বা মধ্যবয়সের সংকট কথাটি প্রায়ই শোনা যায়। তবে বেশিরভাগ মানুষের ধারণা, এ সংকট কেবল ৩৫ বছর বয়সে শুরু হয়। নতুন গবেষণা বলছে, এমনটি সত্যি নয়। মধ্যবয়সী সংকটের উৎস কোথায় এবং প্রায় ৬০ বছর পুরানো এ ধারণাটি আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক তা খতিয়ে দেখেছেন ‘লন্ডনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি’র উদ্ভাবন ও ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক নাওমি উইনটার-ভিনসেন্ট। মধ্যবয়সী সংকট কথাটি প্রথম ব্যবহার করেছেন ইলিয়ট জ্যাকস। তিনি কানাডীয় একজন মনোবিশ্লেষক, সমাজবিজ্ঞানী ও ব্যবস্থাপনা পরামর্শক, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যে চলে এসেছিলেন। ‘ডেথ অ্যান্ড মিডলাইফ ক্রাইসিস’ নামের এক গবেষণাপত্রে প্রথমবারের মতো এ সংকটের ধারণাটি ব্যাখ্যা করেছেন জ্যাকস, যা ১৯৬৫ সালে প্রকাশ পেয়েছিল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইকোঅ্যানালাইসিস’-এ। এ গবেষণাপত্রে ইতিহাসের কিছু বিখ্যাত সৃজনশীল মানুষ যেমন দান্তে থেকে শুরু করে রেনেসাঁ যুগের শিল্পীদের উদাহরণ...