দুদিন ধরে একে একে শোনা যাচ্ছে হল বন্ধের খবর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে বগুড়ার আধুনিক প্রেক্ষাগৃহ মধুবন সিনেপ্লেক্স! আরো কয়েকটি প্রেক্ষাগৃহ বন্ধের খবরও শোনা যাচ্ছে। এরমধ্যে শুক্রবার দেশের অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি নতুন বাংলা ছবি! শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশের অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ এবং ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ফেরেশতে’। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। এছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সমাদৃত হয়। এখন ছবিটি দেখা...