মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এ বছরের “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে তাঁর মাথায় পরানো হয় বিজয়ের মুকুট। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিথিলা। অনুষ্ঠানে ফ্লোরাটেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও লক্ষ্যবোধের সমন্বয় ঘটে। তিনি জানান, বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ আসরে তুলে ধরতে পেরে তারা গর্বিত। ২০২০ সালেও জাতীয় পর্যায়ে একই শিরোপা জয় করেছিলেন মিথিলা, কিন্তু মহামারি–সংক্রান্ত বিধিনিষেধের কারণে সে সময় আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পাননি। এবারে দ্বিতীয়বারের মতো তিনি এ খেতাব নিজের করে নিলেন।...