‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত বিখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো ২৫ বছর পর আবারও নিজের শেকড়ে ফিরেছেন। তিনি এখন পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রধান কোচ। মরিনহোর ঘরে ফেরার সাথে আলোচনায় এসেছে তার বিলাসবহুল ফেরারি গাড়িটি। সেই গাড়ি চেপেই তিনি বেনফিকার অনুশীলন মাঠে উপস্থিত হন। প্রায় ৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই গাড়িটি ২০০৭ সালে মরিনহোকে উপহার দিয়েছিলেন তৎকালীন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা। চেলসি ছাড়ার পর পরই উপহার পাওয়া সেই ক্লাসিক গাড়িতেই মরিনহো উপস্থিত হন সেইক্সাল ট্রেনিং সেন্টারে, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বেনফিকার নতুন প্রধান কোচ হিসেবে উপস্থাপন করা হয়। দুই বছরের চুক্তিতে বেনফিকার কোচ হয়েছেন মরিনহো, যদিও প্রথম বছরের শেষে এক্সিট ক্লজও রাখা হয়েছে। পরিচত পর্বে মরিনহো বলেন, ‘আমার ভেতরে...