‘আলহামদুলিল্লাহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোটার হলেন।’ ক্যাপশনে একটি ছবি সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। ছবিটি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ডের, যেটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও তথ্য রয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এখনও বাংলাদেশের ভোটার হননি এবং স্মার্ট এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড পাননি৷ প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তা বাংলাদেশের এনআইডি কার্ডের আদলে তারেক রহমানের তথ্যাবলী যুক্ত করে তৈরি একটি এনআইডি কার্ডের ছবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত এনআইডি কার্ডের ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। ছবিটিতে যুক্ত তথ্য ও ছবি পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার। তারেক রহমানের নামের ইংরেজি বানানপ্রচারিত এনআইডি কার্ডে তারেক রহমানের নামের ইংরেজি বানান ‘Tareq...