বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে, যেগুলো শুধু একটি প্রজন্ম নয়, কয়েক প্রজন্মের স্বপ্ন ও আবেগের অংশ হয়ে আছে। সেসব নামের মধ্যে অন্যতম কোহিনূর আক্তার সুচন্দা। ১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বর বরিশালের মেয়ে এই অভিনেত্রী একসময় হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্রের রোমান্সের প্রতীক। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সুচন্দার চলচ্চিত্রে পদার্পণ হয় ষাটের দশকে। সেই সময় ঢাকাই চলচ্চিত্রে নতুন মুখের খোঁজ চলছিল। সুচন্দা তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা ও স্বাভাবিক অভিব্যক্তি দিয়ে দ্রুতই দর্শকের মন জয় করে নেন। তার প্রথম দিককার ছবি ‘কাগজের নৌকা’ (১৯৬৬) দিয়েই নজরে আসেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সুচন্দার সবচেয়ে বড় শক্তি ছিল তার চোখের ভাষা আর সহজাত অভিনয়। দর্শক মনে করতো, তিনি যেন নিজের...