ভারত–পাকিস্তান ম্যাচের আগে হ্যান্ডশেক বিতর্কে আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে জানানো হয়েছিল টসের মাত্র কয়েক মিনিট আগে। ইএসপিএনক্রিকিনফো জানতে পেরেছে, বিষয়টি পাইক্রফট নিজের সিদ্ধান্ত নয়, বরং ভারতের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব হিসেবেই দেখেছিলেন। কিন্তু পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি আইসিসির কোড এবং ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছেন এবং তাকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায়।কিভাবে ঘটল বিতর্ক১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচের ঠিক টসের আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভেন্যু ম্যানেজার পাইক্রফটকে জানান যে বিসিসিআই, ভারত সরকারের অনুমোদন নিয়ে, দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগার মধ্যে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত জানিয়েছে। পাইক্রফট তখন দ্রুত আগাকে বিষয়টি জানিয়ে দেন, যাতে টসের মুহূর্তে অস্বস্তিকর পরিস্থিতি না হয়।পিসিবির দাবি—তিনি এ বিষয়ে আইসিসিকে জানানো উচিত ছিল। কিন্তু পাইক্রফটের যুক্তি, সময়...