বলিউডের ব্যতিক্রমধর্মী অভিনেতা মনোজ বাজপেয়িকে এখন আর দক্ষিণের কোনো সিনেমায় দেখা যায় না তাকে, কেন আটকে যাচ্ছেন তিনি? অথচ এ অভিনেতা যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারদর্শী। প্রায়ই তার অভিনয়ের প্রশংসা করে থাকেন সমালোচকরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুগনুমা’ও ব্যতিক্রম নয়। সামাজিক মাধ্যমে এ সিনেমার প্রচার ঝলক প্রকাশ করেছিলেন দক্ষিণের বেত্রিমারন, নাগ অশ্বিনের মতো তারকা পরিচালকরা। দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ প্রসঙ্গে যে কথা বললেন মনোজ বাজপেয়ি। আরও পড়ুনআরও পড়ুন‘গেট রেডি উইথ মি’ ভিডিও তৈরি করে হানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ নতুন সিনেমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সাক্ষাৎকারে মনোজ বলেন, চেন্নাই গেলেই আমি পরিচালক বেত্রিমারনের সঙ্গে দেখা করি। অভিনেতা বলেন, চেন্নাইয়ের কুমাররাজ আছেন। এ ছাড়া কর্নাটক ও কেরালার অনেক পরিচালক আছেন, যাদের কাজ আমি পছন্দ করি। আমাদের পছন্দ অনেকটা...