তামিল সিনেমার অভিনেতা-কমেডিয়ান রোবো শঙ্কর মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চলচ্চিত্রের শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রোবো শঙ্কর। পরে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তচাপ ওঠানামার কারণে তাকে আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিটে) স্থানান্তর করা হয়। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন এই অভিনেতা।আরো পড়ুন:প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা! রোবো শঙ্করের মরদেহ আজ রাতে চেন্নাইয়ের ভালাসারাভাক্কামে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। শুক্রবারই চেন্নাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা রোবো শঙ্করের সঙ্গে ঘর বেঁধেছিলেন।...