আসছে নভেম্বরে স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে মুখোমুখি হবে ফিলিস্তিন জাতীয় দল ও বাস্ক জাতীয় দল। ম্যাচটির মূল উদ্দেশ্য হলো, গাজা উপত্যকায় নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা সের’-এর তথ্য অনুযায়ী, বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছর বিশ্বকাপের প্লে-অফের দ্বারপ্রান্তে পৌঁছেছিল ফিলিস্তিন। আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক উন্নতির পর এই প্রীতি ম্যাচ তাদের জন্য এক বিশেষ গৌরবের উপলক্ষ হয়ে উঠেছে। ফেডারেশন জানিয়েছে, এই আয়োজন তাদের কাছে উদযাপনের মতো বিষয়। স্পেনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এখন নিয়মিত ঘটনা। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে আতলেতিক ক্লাবের সমর্থকেরা বিশাল ব্যানার প্রদর্শন করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়। ব্যানারে ফিলিস্তিনি পতাকার সঙ্গে বাস্ক ভাষায় লেখা ছিল— ‘আমরা আজ থেকে শেষ দিন পর্যন্ত...