নিহত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (রোহতক) ও অরুণ (সোনিপত)। ঘটনাস্থল থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভর্তি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত দুইজনই গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। এনকাউন্টারের সময় তারা আত্মসমর্পণ না করে পুলিশের ওপর পাল্টা গুলি চালায়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এর আগে, ১২ সেপ্টেম্বর ভোর ৩টার দিকে মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দিশা পাটানির বাড়ির সামনে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। ঘটনার পরই গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকালেও তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, দিশার বাড়িতে গুলি চালানোর...